এবার পাকিস্তানে সেনা পাঠিয়ে ভারতকে ঘেরার ছক চিনের

Written by SNS August 17, 2022 5:36 pm

 ইসলামাবাদ, ১৭ আগস্ট– শ্রীলঙ্কায় পর পাকিস্তান। এবার ভারতকে কোনঠাসা করতে চিনের ‘নজরদারি’ জাহাজ এবার পৌঁছে গেল পাকিস্তানে । এবার নাকি পাকিস্তানে সেনা পাঠাচ্ছে বেজিং । স্বাভাবিকভাবেই সীমান্তের এত কাছে দুই প্রতিবেশী দেশে ড্রাগনের হুঙ্কার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে দিল্লির।

আর্থিক ভাবে মুখ থুবড়ে পড়া পাকিস্তানকে আর্থিক সাহায্যের নামে ধীরে ধীরে দাসে পরিণত করছে চিন। ইতিমধ্যে সে দেশে চিনের বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ  প্রকল্পে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রাস্তা বানাচ্ছে চিন। এদিকে শুধুমাত্র অর্থনৈতিকভাবেই নয়, ক্রমাগত বেজিংয়ের উপর সামরিক এবং কূটনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে ইসলামাবাদ। মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে আফগানিস্তানের দিকেও হাত বাড়িয়েছে বেজিং। এমন পরিস্থিতিতে নয়াদিল্লির উপর চাপ বাড়াতে নয়া কৌশল নিয়েছে তারা।

সূত্রের খবর, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের প্রকল্পের নিরাপত্তার স্বার্থে ইসলামাবাদের জমিতে আউটপোস্ট বানাতে চাইছে বেজিং। সেখানে সশস্ত্র লালফৌজ মোতায়েন করতে তৎপর জিনপিং সরকার। ইতিমধ্যে এ নিয়ে পাক সরকারের উপর চাপ তৈরি করতে ইসলামাবাদের মোতায়েন চিনা রাষ্ট্রদূত নং রং দফায় দফায় বৈঠক সেরেছেন। আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবং পাক সেনা প্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে। সূত্রের খবর, পাকিস্তানের মাটিতে আউটপোস্ট তৈরি করে সেখানে সশস্ত্র বাহিনী তৈরি করার বিষয় চাপ দিতে শুরু করেছে চিন।

প্রসঙ্গত, ভারতের আপত্তি উড়িয়ে মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর ফেলেছে চিনা  জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’। চিনা ‘নজরদারি’ জাহাজ শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে নোঙর ফেলায় অসন্তুষ্ট দিল্লি  ।