জাপানকে পরমাণু হামলার হুমকি দিল চিন 

এবার জাপানের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিল চিন। তাইওয়ান ইস্যুকে সামনে রেখে যুদ্ধের আশঙ্কা উস্কে দিল চিন। 

Written by SNS New Delhi | July 23, 2021 11:12 am

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। (Photo: IANS)

এবার জাপানের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিল চিন। তাইওয়ান ইস্যুকে সামনে রেখে যুদ্ধের আশঙ্কা উস্কে দিল চিন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে জাপানের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করবে চিন। 

‘তাইওয়ান নিউজ’ সূত্রে জানা যাচ্ছে, রবিবার ইউটিউবের মতাে চিনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ‘শিণ্ডয়া’তে একটি ভিডিও আপলােড করা হয়। সেখানে জাপানের উদ্দেশে চিনা কমিউনিস্ট পার্টির বার্তা, জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে, তাহলে পরমাণু বােমায় এর জবাব দেওয়া হবে। 

যদিও চিন যুদ্ধে ‘ফাস্ট নিউক্লিয়ার স্ট্রাইক’ বা প্রথম আণবিক হামলা চালাতে উদ্যোগী নয়। কিন্তু জাপানের ক্ষেত্রে ব্যতিক্রম। 

মােদ্দা কথা হল, তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাতে চিন দ্বিধা বােধ করবে না। 

ভিডিওটিতে আরও বলা হচ্ছে, তাইওয়ান চিনের অংশ। এই দ্বীপ রাষ্ট্রটিকে মুক্ত করার জন্য অভিযান চালাবে বেজিং। আর যদি সেই কাজে জাপান বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার ফল ভােগ করতে হবে টোকিওকে।