সোমবার ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ। ডেলসির ভাই তথা জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ তাঁকে শপথ গ্রহণ করান।
দেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ভেনেজ়ুয়েলা সরকার নয়া ফরমান জারি করেছে। তাঁরা জানিয়েছেন, যে বা যাঁরা মার্কিন আক্রমণকে সমর্থন করছেন, তাঁদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
Advertisement
ম্যানহ্যাটন আদলতে মাদুরোর মামলার পরবর্তী শুনানি হবে ১৭ মার্চ আঞ্চলিক সময় সকাল ১১ টায়।
Advertisement
ভেনেজ়ুয়েলার রাজধানীতে ঢুকে সস্ত্রীক মাদুরোকে তুলে আনার বিযয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি বলেন, ‘‘আমি গোটা ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমেরিকা এই অভিযান করে আন্তর্জাতিক আইনের নিয়ম লঙ্ঘন করেছে।’’ তার পরেই ভেনেজ়ুয়েলাবাসীকে এই অস্থির পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিয়েছেন গুতেরেস।
Advertisement



