ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোর রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার জেরে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় রাত প্রায় ২টা নাগাদ আকাশ থেকে খুব নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনার পর অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এবং উড়োজাহাজের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও নিশ্চিত করা যায়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের এই বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষজন বিভিন্ন এলাকায় ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণগুলি মূলত কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফরচুনা এলাকার আশপাশে ঘটেছে। বিস্ফোরণের জেরে ওই অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।
Advertisement
এখনও পর্যন্ত ভেনেজুয়েলা বা যুক্তরাষ্ট্র— কোনও দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে মাদক পাচার রুখতে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।
Advertisement
এর ঠিক একদিন আগেই ভেনেজুয়েলা সরকার জানায়, তারা মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন মাদকবিরোধী অভিযানের অজুহাতে তাঁর সরকারকে উৎখাত করতে এবং দেশের বিপুল তেল সম্পদের দখল নিতে চাইছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে বড়সড় সামরিক মোতায়েনের নির্দেশ দেন এবং মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে জাহাজ ও নৌকায় হামলা চালানো শুরু হয়। এমনকি প্রয়োজনে স্থল অভিযানের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, যার ফলে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে।
Advertisement



