• facebook
  • twitter
Friday, 13 September, 2024

শ্রীলঙ্কার হামলা বদলাই ছিল, ৫ বছর পর প্রকাশ্যে এসে হুঙ্কার বাগদাদির

জঙ্গি সংগঠন আইএসআইএস'র প্রধান আবু বাকর আল বাগদাদির নতুন ভিডিও প্রকাশ্যে এল। গত সােমবার আইএস'র তরফে এই ভিডিওটি ইন্টারনেটে পেস্ট করা হয়েছে। তাতে বাগদাদি হুঙ্কার দিয়ে বলেছে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ বদলাই ছিল।

জঙ্গি সংগঠন আইএসআইএস'র প্রধান আবু বাকর আল বাগদাদি (Photo: AFP)

জঙ্গি সংগঠন আইএসআইএস’র প্রধান আবু বাকর আল বাগদাদির নতুন ভিডিও প্রকাশ্যে এল। গত সােমবার আইএস’র তরফে এই ভিডিওটি ইন্টারনেটে পেস্ট করা হয়েছে। তাতে বাগদাদি হুঙ্কার দিয়ে বলেছে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ বদলাই ছিল।

পাশাপাশি রয়েছে সিরিয়ার বাগগাউজের যুদ্ধের কথাও। সিরিয়ার এই অঞ্চলটি দখল করার জন্য যুদ্ধ করছিল আইএস। কিন্তু তা সফল হয়নি। সে প্রসঙ্গে বাগদাদিকে বলতে শােনা গিয়েছে, ঈশ্বর আমাদের লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন। জেতার নয়।

গত সপ্তাহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বােতে ধারাবাহিক বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২৫৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০০ জন। আগেই এই হামলার দায় নিয়েছিল আইএস। বাগদাদি বলেছে, তাদের ভাইদের মৃত্যুর বদলা নিতেই এই বিস্ফোরণগুলি ঘটানাে হয়েছে। ভিডিওতে বাগদাদির সঙ্গে আরও তিনজনকে দেখা গিয়েছে। কিন্তু তাদের প্রত্যেকের চেহারাই অস্পষ্ট করে দেয়া হয়েছে। আইএস’র মাথা বলেছে, এই জঙ্গি সংগঠন পশ্চিমী দুনিয়ায় যে সমস্ত আঘাত হেনেছে, তা সবই বৃহত্তর যুদ্ধের অংশ।

বাগদাদিকে ভিডিওতে খুব আস্তে কথা বলতে শােনা গিয়েছে। তাছাড়া কিছুটা কথা বলেই সে বিরতি নিচ্ছে। এই ব্যক্তিই যে বাগদাদি তা নিশ্চিত করেছে গােয়েন্দা সংস্থা এসআইটিই। এই সংস্থাই আই এস’র গতিবিধির ওপর নজরদারি চালায়। বাগদাদির এই ভিডিও ঘিরে রহস্য দানা বেঁধেছে। বাগদাদির মৃত্যুর খবর এসে পৌছেছে বহুবার।

বস্তুত ২০১৪ সালের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত আগস্ট মাসে তার কণ্ঠস্বর প্রকাশ্যে আসে। এর ঠিক আট মাস আগে। ইরাক জানিয়েছিল, সে দেশটিকে আইএস মুক্ত করা গিয়েছে। এবার নতুন ভিডিও প্রকাশ করে বাগদাদির অস্তিত্বের প্রমাণ দিল আইএস। গত সপ্তাহেই এলাকার রাজধানী কলম্বোয়। পর পর বিস্ফোরণ হয়। তিনটি গির্জা ও হোটেলে বিশ্বেরণ হয়েছিল।