জলের তলায় কাবুল, মৃতু্য ৩৩ জনের, ক্ষতিগ্রস্ত ৬০০ বাডি়

Written by SNS April 15, 2024 7:08 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

কাবুল, ১৫ এপ্রিল– গত কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত আফগানিস্তান৷ রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, তিনদিনে ৩৩ জনের মৃতু্য হয়েছে৷ বেশির ভাগ মৃতু্যই বাডি় ধসে৷ ২৭ জন আহত৷ আফগানিস্তানের বিপর্যয় সংক্রান্ত দফতরের মুখপাত্র আবদুল্লা জানান সইক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশে রবিবার জল ঢুকেছে৷ ৬০০টি বাডি়র মধ্যে কিছু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, কিছু আংশিক ক্ষতির মুখে পডে়ছে৷একদিকে মানবজীবন যেমন বিপর্যস্ত, গৃহপালিত পশুদের অবস্থাও একই৷ প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লা৷ প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি, ৮৫ কিলোমিটারের বেশ রাস্তাও ক্ষতির মুখে পডে়ছে৷এই মুহূর্তে সবথেকে বেশি বিপর্যস্ত ওয়েস্টার্ন ফারাহ, হেরাট, কান্দাহার, জাবুল প্রদেশ৷
যদিও এই প্রথমবার নয়৷ এর আগেও বন্যা, হড়পা বানে ভেসে গিয়েছে তালিবানের এই দেশ৷ বিশেষজ্ঞজদের মতে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই বারবার এমন দুর্যোগের মুখে পড়তে হচ্ছে তাদের৷ তবে এ দেশে প্রায়শই এমন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ-অশান্তিতে এতটাই বিধ্বস্ত, প্রকৃতির মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবনাচিন্তা, সতর্ক হওয়ার সময় সুযোগই পায় না৷