• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরান ও মধ্য এশিয়া দিয়ে রপ্তানি বাড়াচ্ছে আফগানিস্তান

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের জের

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত-অবস্থান ও বাণিজ্যগত অচলাবস্থার জেরে নতুন পথ খুঁজে নিয়েছে আফগানিস্তান। সরকারি দপ্তরের বক্তব্য, সম্প্রতি ইরান হয়ে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, ‘পাকিস্তানের অনিশ্চিত নীতি ও বারবার বাণিজ্য–বাধার ফলে আফগান বাজারকে টিকিয়ে রাখতে বিকল্প রুট অপরিহার্য হয়ে পড়েছিল।’

কাবুলের বাণিজ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হেরাত–ইরান সীমান্ত দিয়ে ট্রাক চলাচল গত কয়েক মাসে বহুগুণ বেড়েছে। বিশেষ করে শুকনো ফল, পাকা সোনা, কারুশিল্প, কৃষিপণ্য এবং নির্মাণ সামগ্রী মধ্য এশিয়ার বাজারে নতুন করে জায়গা করে নিচ্ছে। এতে আফগানের রপ্তানি–নির্ভর ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। বাণিজ্য দপ্তরের দাবি, ‘পাকিস্তানি সীমান্তে অনিয়মিত চেকপোস্ট, দেরি, অতিরিক্ত চার্জ এবং রাজনৈতিক অস্থিরতা বাণিজ্যকে বারবার থামিয়ে দিচ্ছিল।’

Advertisement

ইরান হয়ে রপ্তানি বাড়ায় আফগানিস্তান থেকে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান—এই সব দেশেও দ্রুত পণ্য পৌঁছচ্ছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, মধ্য এশিয়ার বাজারে আফগান পণ্যের চাহিদা বেশ স্থিতিশীল। এরই পাশাপাশি ইরানের বন্দর ব্যবহার করায় আন্তর্জাতিক বাণিজ্য রুট আরও সহজ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘আঞ্চলিক টানাপোড়েনের মধ্যে বিকল্প বাজার গড়ে তোলাই এখন আফগানিস্তানের বাঁচার পথ।’

Advertisement

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতপূর্ণ অবস্থান আফগান বাণিজ্যে যে ক্ষতিকর প্রভাব ফেলছে, তা আফগান ব্যবসায়ীরা বহু দিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন। সীমান্ত–বিরোধ, ট্রানজিট সমস্যা, পণ্য আটকে যাওয়া— সব মিলিয়ে বাণিজ্য কার্যত স্থবির হয়ে গিয়েছিল। এ বার কাবুল প্রশাসন জানিয়ে দিল, ‘বিকল্প পথেই স্থায়ী সমাধান খোঁজা হবে।’

আফগান বাণিজ্য মহল মনে করছে, এই নতুন রুট সক্রিয় থাকলে দেশের অর্থনীতিতে সাময়িক স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে নতুন বাণিজ্য–অংশীদারিত্ব তৈরি হলে আফগান বাজার আরও প্রসারিত হবে বলে আশা।

Advertisement