• facebook
  • twitter
Friday, 9 January, 2026

ভেনেজুয়েলার তেল নেবে আমেরিকা কিন্তু দাম ঠিক করবে ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে ৫০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল নিতে চলেছে মার্কিন মুলুক

প্রতিনিধিত্বমূলক চিত্র

নিকোলাস মাদুরোকে বন্দি ও ভেনেজুয়েলা অধিকারের পর এবার তেলের ব্যাপারে নাক গলাতে চাইছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে ৫০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল নিতে চলেছে মার্কিন মুলুক। শুধু তাই নয়, বিপুল পরিমাণ এই তেল বিক্রির টাকা তাঁর নিয়ন্ত্রণেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার নিজের সমাজ মাধ্যম ‘ট্রুথ’-এ মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অনুমোদিত তেল সরবরাহ করবে। এই তেল বিক্রি করা হবে বাজার মূল্যে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এই তেল বিক্রির অর্থ থাকবে আমার নিয়ন্ত্রণে। এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের উন্নতির লক্ষ্যে।’

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বার বার বুঝিয়ে দিয়েছেন সে দেশের উপর নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতেই। ভেনেজুয়েলার থেকে তেল নেওয়ার বিষয় দ্রুত চূড়ান্ত করতে চান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি জ্বালানিসচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বলেছি।’ কী ভাবে ভেনেজুয়েলা থেকে তেল আসবে আমেরিকায়, তা-ও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘স্টোরেজ জাহাজে করে তেল এনে সরাসরি আমেরিকার বন্দরে নামানো হবে।’

Advertisement

মাদুরোকে নিজেদের হেফাজতে নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, নিকোলাস মাদুরোকে সরানোর পর ভেনেজুয়েলার শাসনভার এখন থেকে আমেরিকার হাতে। যদিও সেই বার্তা শুধরে দেন মার্কিন বিদেশ সচিব। তিনি বলেন, ভেনেজুয়েলা দখল করতে চায় না আমেরিকা। শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণ নয়, সেখানকার তেলের ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণের কথা বলেন তিনি। আমেরিকা সেই নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তৈলভাণ্ডার। তাদের সংরক্ষণে রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল।

তেলের জন্যই আমেরিকার ভেনেজুয়েলা অভিযান মনে করছেন অনেকেই। ভেনেজুয়েলার গদিতে নিকোলাস মাদুরো থাকলে তা সম্ভব হত না বলে মত কূটনৈতিক মহলের একাংশের। তাই তাঁকে তুলে এনে বন্দি করা হয়েছে। ভেনেজুয়েলার কুর্সিতে আপাতত তিনি এমন একজনকে বসাতে চাইছেন, যিনি আসলে আমেরিকার ‘হাতের পুতুল’ হবে। যদিও প্রকাশ্যে এই কথা বলতে চাইছে না আমেরিকা। তবে ট্রাম্পের নয়া দাবি ঘিরে এটা স্পষ্ট হতে চলেছে ভেনেজুয়েলার তেল দখলই মার্কিন প্রশাসনের আসর উদ্দেশ্য।

 

Advertisement