গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হল রুশ সেনাবাহিনীর এক জেনারেলকে। রাশিয়া সরকারের প্রাথমিক অনুমান, লেফটেন্যান্ট জেনারেলকে খুন করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী।
জানা গিয়েছে, সোমবার দক্ষিণ মস্কোয় লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সার্ভারভ গাড়িতে ওঠার পর সেটি চলতে শুরু করতেই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। প্রাথমিক তদন্তের পর তাদের দাবি, জেনারেলকে পরিকল্পনা করে খুন করেছে ভ্লাদিমির জেলেনস্কির বিশেষ বাহিনী। তাঁদের আরও দাবি, গত এপ্রিলে মস্কোয় আর এক জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিককে একই ভাবে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে খুন করে ইউক্রেন। তার আগে ২০২৪ সালের ডিসেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা ইগর কিরিলভও নিহত হন স্কুটার বিস্ফোরণে।
Advertisement
গত জুলাই মাসে ইউক্রেনের আক্রমণে নিহত হয়েছিলেন রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল এভজেনিভিচ গুডকভ।
Advertisement
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিক সেনা আধিকারিককে হত্যার অভিযোগ উঠেছে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে। ক্রেমলিনের সরাসারি অভিযোগ, মূলত রাশিয়ার সেনা আধিকারিক এবং পুতিনের কাছের লোকেদেরই টার্গেট করেছে জেলেনস্কি সরকার।
গত তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। বেশ কয়েক বার সংঘর্ষবিরতি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনাও হলেও তা বিফলে গিয়েছে।
Advertisement



