• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলাদেশে আটক রাজ্যের ১৪ জন মৎস্যজীবী

জলসীমান্ত অতিক্রম করে ফেলায় বাংলাদেশে আটক ১ ৪

ভুল করে জলসীমান্ত অতিক্রম করে ফেলায় বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী। তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় উৎসবের মরশুমে আতঙ্কিত হয়ে পড়েছেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন শানকিজাহান গ্রামের ১৪ জন মৎস্যজীবী। তাঁরা যে ট্রলারটিতে করে গিয়েছিলেন সেটির নাম ‘এফবি শুভযাত্রা’। গত শনিবার গভীর সমুদ্রে এই ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সেটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ও সেনাবাহিনী।
ভিনদেশে পরিবারের সদস্যদের আটক হওয়ার খবর প্রথমে পাননি পরিবারের সদস্যরা। পরে তাঁরা সমাজমাধ্যম থেকে জানতে পারেন, তাঁদের বাড়ির ছেলেদের আটক করা হয়েছে। ফোনে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎসবের মরশুমে এরকম ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। আটক মৎসজীবীদের মুক্তির দাবিতে মৎস্যজীবীদের সংগঠন তড়িঘড়ি দুই দেশের সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এই নিয়ে খোঁজখবর শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সুন্দরবন ফিশারম্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, রাজ্যের ১৪ জন মৎস্যজীবীর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন, দ্রুত আটক হওয়া মৎস্যজীবীদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হবে।

Advertisement

Advertisement