• facebook
  • twitter
Friday, 12 December, 2025

ফের নামল কলকাতার তাপমাত্রা, শুক্রবার সর্বনিম্ন তামপাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস

দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝাও রয়েছে। জম্মু ও কাশ্মীর এলাকায়ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। সারা সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করেছে। উত্তুরে হাওয়া আর মেঘমুক্ত আকাশের জোটে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। কিছু দিন আগে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সেটাই এখনও পর্যন্ত চলতি মরসুমে শহরের শীতলতম দিন।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝাও রয়েছে। জম্মু ও কাশ্মীর এলাকায়ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার পূর্বাভাস রয়েছে। রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।

Advertisement

পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন তাপমাত্রা এরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লেই পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা বেশি বাঁকুড়া এবং পুরুলিয়ায়। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

শুক্রবার সকালে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। এরপরই স্থান ছিল কোচবিহারের। তাপমাত্র ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ১১.৪ ডিগ্রি এবং কালিম্পঙে ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা।

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় মধ্যে প্রথম ছিল মেদিনীপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই ছিল  দিঘা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি, বাঁকুড়ায় ১১.৯ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি, বহরমপুরে ১১.২ ডিগ্রি, ক্যানিংয়ে ১২.৪ ডিগ্রি, কাঁথিতে ১৩.২ ডিগ্রি, মগড়ায় ১৪.৫ ডিগ্রি, বর্ধমানে ১২ ডিগ্রি, পানাগড়ে ১২.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ১২ ডিগ্রি, সিউড়িতে ১১.২ ডিগ্রি, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি, আসানসোলে ১৩.১ ডিগ্রি এবং কল্যাণীতে ১১.৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা।

দেশের অন্যান্য প্রান্তেও চলছে শীতের স্পেল। মহারাষ্ট্র, কর্নাটক এবং তেলঙ্গানায় শৈত্যপ্রবাহ চলবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও ওড়িশায়ও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

 

Advertisement