• facebook
  • twitter
Friday, 13 September, 2024

বুধবার থেকে ফের ব্যাটিং বর্ষার

আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় রােদঝলমলে আকাশ দেখা গেলেও বুধবার থেকে ফের ব্যাটিং শুরু করছে বর্ষা।

প্রতীকী ছবি (Photo: iStock)

আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় রােদঝলমলে আকাশ দেখা গেলেও বুধবার থেকে ফের ব্যাটিং শুরু করছে বর্ষা। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এমনকি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে বলে আশংকা করছে বিশেষজ্ঞ মহল। মৌসুমি অক্ষরেখাটি এখন অবস্থান করছে বিহারের গয়ায়। যা উত্তরবঙ্গের মালদহর উপর দিয়ে অরুণাচল প্রদেশ চলে যাবে।

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় অতিভারী বৃষ্টি চলবে। এরফলে নদনদী গুলিতে স্বাভাবিক জলস্তর বাড়বে। উপকূলীয় অঞ্চলে বর্ষার দুর্যোগে সর্তকতাজারি রয়েছে আবহাওয়া দপ্তর থেকে।