• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋত্বিক স্মরণ

তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে নন্দনে 'দ্য সাবলটার্ন ভয়েজ'  শীর্ষক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর দায়িত্বে রয়েছে ‘কলকাতা কথকথা’

ফাইল চিত্র

জন্মশতবর্ষ পূর্ণ হল কিংবদন্তী চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে জানানো হবে শ্রদ্ধা। দেখানো হবে তাঁর পরিচালিত, অভিনীত একাধিক ছবি। সেই সঙ্গে তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে নন্দনে ‘দ্য সাবলটার্ন ভয়েজ’  শীর্ষক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর দায়িত্বে রয়েছে ‘কলকাতা কথকথা’।

‘কলকাতা কথকতা’ দলের ছয় সংগ্রাহক উজ্জ্বল সর্দার, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ফাল্গুনী দত্ত রায়, জয়ন্ত কুমার ঘোষ, অরিন্দম রাউত এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের নানান সংগ্রহ প্রদর্শন করবেন। উজ্জ্বল সর্দার বলেন, ‘ঋত্বিক ঘটক স্মারক সংগ্রহ করাটা খুব চ্যালেঞ্জের বিষয়। সত্যজিৎ রায় স্মারক সংগ্রহ করা তুলনায় অনেক সহজ। ঋত্বিক ঘটকের অনেক জিনিসপত্র সামনেই আসেনি কখনও।‘

Advertisement

উজ্জ্বলবাবু বলেন, ‘তার মধ্যেই যেটুকু পাওয়া গেছে সেগুলোই চমক। সেগুলো দেখলে মানুষ চমকে উঠবে বলে আমাদের বিশ্বাস। তাঁর হাতের লেখা, বিভিন্ন সিনেমার বুকলেট, তাঁর পরিচালিত, অভিনীত এবং তাঁর লেখা চিত্রনাট্য সম্বলিত সিনেমার বুকলেট, টিকিট থাকবে প্রদর্শনীতে।‘

Advertisement

তিনি আরও জানান,‘এই প্রদর্শনীর মূল আয়োজক রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। তারাই আমাদের কাছে আমাদের সংগ্রহ দেখতে চায়৷ আমরা দেখাই। তারপরেই দায়িত্ব পাই প্রদর্শনী সাজিয়ে তোলার। আমাদের ‘কলকাতা কথকতা’ সরকার রেজিট্রিকৃত একটি দল।‘

চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটককে নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ১১ নভেম্বর বিকেল ৪টে নাগাদ শিশির মঞ্চে ‘ঋত্বিক ঘটক সেন্টেনারি অ্যান্ড বিয়ন্ড’। ১২ নভেম্বর বিকেল ৪টেয় শিশির মঞ্চে ‘ঋত্বিক ঘটক মেমোরিয়াল কনভার্সেশন’। ১৩ নভেম্বর দুপুর দেড়টায় রবীন্দ্র সদনে ‘সেন্টেনারি ট্রিবিউট টু ঋত্বিক ঘটক’।

Advertisement