• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিদেশি পরিচালকদের বাংলায় কাজ করার আহ্বান মমতার

ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে এই পুরস্কার জেতেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব চিত্র

বাংলায় এসে কাজ করার জন্য বিদেশি পরিচালকদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিন বিশ্বসিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইলফলক গড়ে তোলার উদ্দেশ্যে এই আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি পরের বছর আরও বড় আকারে কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন হবে বলে জানিয়েছেন মমতা।

বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ৩১ তম কলকাতা চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব, মহুয়া মৈত্র, সুরকার শান্তনু মৈত্র, পরিচালক অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন-সহ আরও অনেকে। অনুষ্ঠানে সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যগোষ্ঠী ‘দীক্ষামঞ্জরী’র নৃত্য পরিবেশন দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেরা সিনেমার পুরস্কার পায় ‘বিজয়ী যাপনের পটকথা’৷ ছবির পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়৷ ‘রিভার স্টোন’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে শ্রীলঙ্কার পরিচালক ললিত রাথায়ে পান গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার৷ ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে এই পুরস্কার জেতেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। আগামী বছরেও সকলকে এই উৎসবে আসার জন্য আর্জি জানান মমতা। তাঁর কথায়, ‘বাংলায় পরিকাঠামো আছে। প্রতিভাও আছে। লোকেশন হিসেবে জঙ্গল-জলাশয় থেকে শুরু করে বঙ্গোপসাগর রয়েছে। এখানে পাহাড়ি এলাকাও পেয়ে যাবেন। বাংলার পরিচালক, শিল্পীদের সঙ্গে কাজ করুন। হলিউড খুব জনপ্রিয়, বলিউডও তাই। তাদের অর্থনৈতিক ক্ষমতা আছে। তবে বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল। তাই আপনারা যদি টলিউডের সঙ্গে জোট বেঁধে কাজ করেন আমি কথা দিতে পারি, টলিউড বিশ্বের সেরা সিনেমা উপহার দিতে পারে। আপনারা উৎসাহ জোগালে বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে।’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে জনগণের উৎসব বলে উল্লেখ করে মমতা জানান, পরের বছর আরও বড় উৎসব হবে।

Advertisement

এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল না। মমতা জানান, তাঁকে অন্য একটি কাজে যেতে হবে। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠান থাকায় তিনি বিজেতাদের গর্বিত মুখ দেখবেন বলে আচমকা অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় মুখ্য সঞ্চালক ছিলেন। কিন্তু সমাপ্তি অনুষ্ঠানে তাঁকে দেখতে না পেয়ে খোদ মুখ্যমন্ত্রী তাঁর খোঁজ করেন। সেই সময় অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা জুন মালিয়া মমতাকে জানান, পরমব্রত অসুস্থ। তাঁর গলায় ইনফেকশন হয়েছে। তাই ব্যাকস্টেজে আছেন। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অভিনেতা পরমব্রতর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে, ফেডারেশনের সঙ্গে মনোমালিন্যের কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পরমব্রত।

Advertisement