দাবি গবেষকদের, মারণ ক্ষমতা হারাচ্ছে করােনা

করােনা ভাইরাস মারণ ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছে। জিনগত পরিব্যক্তির কারণে এই ঘটনা। এমনটাই দাবি করল টিকা নির্মাণ সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার গবেষকরা।

Written by SNS September 25, 2021 12:46 pm

প্রতিকি ছবি (Photo by Arun SANKAR / AFP)

করােনা ভাইরাস মারণ ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছে। জিনগত পরিব্যক্তির কারণে এই ঘটনা। এমনটাই দাবি করল টিকা নির্মাণ সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার গবেষকরা। এই টিকা নির্মাণ সংস্থার গবেষক ডেম সারা গিলবার্ট বলেন, করােনা ভাইরাসের নতুন প্রজাতিগুলির প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেক কম।

সেই সঙ্গে এই গবেষক আরও দাবি করেছেন, আগামী দিনে করােনা ভাইরাসের দুর্বল হওয়ার এই প্রবণতা ক্রমশ অব্যাহত থাকবে। ব্রিটেনের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ডেম জানিয়েছেন, আগামী দিনে করােনা ভাইরাস সাধারণ জ্বরের ভাইরাসের পর্যায়ে চলে আসবে।

বিভিন্ন জনগােষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়তে পড়তে এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমবে। যেমন কোভিড -১৯ সংক্রমণের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস হয়েছে। তবে করােনা ভাইরাস ধীরে ধীরে নির্বিষ হয়ে গেলেও ভবিষ্যতে এর সংক্রমণের ক্ষমতাও কমার সম্ভাবনা খুব একটা নেই, এমনটাই জানিয়েছেন এই গবেষক।