উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৬-র খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টাই ব্রেকারে ৪-২ তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়েল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হল।
প্রথম লেগের ম্যাচে ২-১ ফলে জয় পেয়েছিল রিয়াল। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল আন্সেলোত্তির দলকে। ২৭ সেকেন্ডের মধ্যে গোল করে ২-২ করে অ্যাটলেটিকো। দে পল ক্রস রাখেন বক্সে, এবং ডামি মুভে কনর গ্যালাঘারের জন্য সেই বল সাজিয়ে দেন গুইলিয়ানো সিমিওনে। এর ফলে বল জালে জড়িয়ে দেন গ্যালাঘার। এরপর আলভারেজ-গ্রিজম্যানরা মোট ১৭টি শট নিলেও গোল আসেনি। বেশ কয়েকটি ভালো সেভ করেন রিয়ালের গোলকিপার কুর্তোয়া। এই খেলায় মোট ৮৫৫টি পাস খেলেও রিয়েল নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে রিয়ালের কাছে। এমবাপেকে বক্সে ফাউল করেন লেংলেট। পেনাল্টি পায় রিয়েল, কিন্তু পেনাল্টি থেকেও গোল করতে পারেননি রিয়েলের ভিনিসিয়াস। নির্ধারিত সময় পর্যন্ত ২-২ গোল থাকলেও, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে এবং তাতেও কোনও গোল না হওয়ায়, টাই ব্রেকারে ভাগ্য নির্ধারণ করতে হয়। আর সেখানেই অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে তৈরি হয় বিতর্ক।
শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আলভারেজ এবং মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি। রেফারির যুক্তি অনুযায়ী আলভারেজের বাঁ পা আগে বলের সঙ্গে লেগে গিয়েছিল। ফলে ডবল টাচের জন্য গোল বাতিল করা হয়েছে। তবে ক্যামেরায় একটি মাত্র অ্যাঙ্গেল থেকে দেখে এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অ্যাটলেটিকোর সমর্থক এবং কোচ দিয়েগো সিমিওনে। তারপরেও অ্যাটলেটিকোর মার্কোস লরেন্তের শট পোস্ট লাগে। রুদিগারের নেওয়া শেষ পেনাল্টি থেকে গোল হওয়ায়, খেলার ফলাফল হয় ৪-২ গোলের। এই জয়ের ফলে শেষ আটে পৌঁছে গেল কার্লো আন্সেলোত্তির দল।
অপরদিকে ঘরের মাঠে পিএসভির সঙ্গে ২-২ ড্র করেছে আর্সেনাল। তবে প্রথম পর্বে ৭-১ জিতে থাকার কারণে সহজেই শেষ আটে পৌঁছে গিয়েছে তারা। ডর্টমুন্ড ২-১ গোলে হারিয়েছে লিল-কে, আর এস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্র্যাগকে। কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদ মুখোমুখি হতে চলেছে আর্সেনালের সঙ্গে আগামী ৯ এপ্রিল। প্রথম লেগের খেলা হবে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। দ্বিতীয় লেগের খেলা হবে রিয়েলের ঘরের মাঠ বার্নাবিউতে।