• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

‘মনরেগা’র নাম বদলে ‘জিরামজি’, গান্ধীর নাম মোছার পরিকল্পনা কেন্দ্রের

১০০ দিনের কাজ হচ্ছে ১২৫ দিনের

১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় এই নিয়ে একটি বিল পেশ করা হতে পারে। সেই বিলে ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে তা ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এত দিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা)। নতুন বিলে এই প্রকল্পের নতুন নাম হয়েছে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (সংক্ষেপে ‘জিরামজি’)।
১০০ দিনের প্রকল্পের নাম বদলানোর কেন্দ্রের পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লিখেছেন, এটি শুধু প্রকল্পের নাম পরিবর্তনের উদ্যোগই নয়, বরং গান্ধীজিকে অপমান করার সচেতন চেষ্টা। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, এই প্রকল্পের নামে সুকৌশলে কি ‘রাম’ নাম ঢোকানো হল? আজ, মঙ্গলবার বিলটি সংসদে পেশ করা হতে পারে।
সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় এই বিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের কাছে এই বিলের কপি দেওয়া হয়েছে। সেই কপিতে বলা আছে যে, ২০৪৭ সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা ‘বিকশিত ভারত’-এর সঙ্গতি রেখেই এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঠামো তৈরি করা হচ্ছে। গ্রামীণ ভারতের সমৃদ্ধির জন্য গ্রামের প্রতিটি পরিবারের সাবালক স্বেচ্ছাসেবককে এই কাজে নিযুক্ত করা হবে। প্রতিটি অর্থবর্ষে উপভোক্তারা ১২৫ দিনের কাজ পাবেন। শুধু তা–ই নয়, প্রকল্পের নামও বদলে ফেলার পরিকল্পনা করেছে কেন্দ্র।
প্রথমে শোনা গিয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনে চলা প্রকল্পের (১০০ দিনের কাজ) নাম বদলে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ করার সিদ্ধান্ত হয়েছে। সেই সময় প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা’ বাদ দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিল কেন্দ্র। কিন্তু প্রস্তাবিত বিলে দেখা গিয়েছে, প্রকল্পের নামে গান্ধীজির নামই আর থাকছে না। নতুন নাম হচ্ছে, ‘দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি জি রাম জি বিল ২০২৫’।
কেন্দ্রের এই সম্ভাব্য নামবদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, মহাত্মা গান্ধীর নাম যুক্ত থাকা এই প্রকল্প শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, বরং স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীবাদী ভাবনার একটি প্রতীক। সেই নাম সরানোর চেষ্টা করে ইতিহাস ও মূল্যবোধকে আঘাত করা হচ্ছে। এই অভিযোগ তুলে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি।
কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা প্রশ্ন তোলেন, কেন মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হচ্ছে? তাঁর দাবি, মহাত্মা গান্ধী শুধু দেশের নেতা নন, গোটা বিশ্বেই তাঁকে সম্মান করা হয়। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিষয়টিকে ‘মহাত্মা গান্ধীর অপমান’ বলে ব্যাখ্যা করেছে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটি গান্ধীজির প্রতি সরাসরি অপমান। তাঁরা (কেন্দ্র) গান্ধীজিকে অপমান করতে চান। আমরা কখনওই তা হতে দেব না। ‘
এবিষয়ে এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লিখেছেন, ‘মহাত্মা গান্ধীজির নাম পুরো মুছে ফেলছে মোদী সরকার? নতুন বিলে ‘পুজ্য বাপু’ নামও রাখা হচ্ছে না। সুকৌশলে ‘রাম’ নাম উল্লেখ করা হয়েছে? ভিবি- জি রাম জি- বিল। এটা সত্যি হলে প্রবণতা মারাত্মক। গান্ধীজীর নাম মুছে ফেললে তীব্র প্রতিবাদ হবে।’

Advertisement

Advertisement