স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার মুখে, তখনই অপরদিকে অন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনা খেলছে দারুণ। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিল হান্সি ফ্লিকের দল। গোটা খেলায় ৬১ শতাংশ বল পজেশন রেখে প্রায় সমস্ত বিভাগেই ডর্টমুন্ডকে টেক্কা দিয়েছে বার্সেলোনা। অপরদিকে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন।
২০১৯ সালের পর প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার মুখে দাঁড়িয়ে বার্সেলোনা। এই নিয়ে টানা ২৩টি ম্যাচে অপরাজিত ব্লগরানা বাহিনী। ডর্টমুন্ডের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন রাফিনহা। প্রথমার্ধে সমান-সমান খেলা হলেও, দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবল খেলেন লামিন ইয়ামালরা। দ্বিতীয়ার্ধ শুরুর ৩ মিনিটের মধ্যেই স্কোর লাইন ২-০ করেন পলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেয়ানডোস্কি। রাফিনহার বাড়ানো অসাধারণ একটি পাস্ রিসিভ করে বল জালে জড়িয়ে দেন লেয়ানডোস্কি। ৬৬ মিনিটে নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ফের বল জালে জড়ান ৩৬ বছরের এই ফরওয়ার্ড। করেন জোড়া গোল। এরই সাথে বার্সেলোনার জার্সিতে ৯৯টি গোল করলেন লেয়ানডোস্কি। ডর্টমুন্ডের বিরুদ্ধেই ২৮টি ম্যাচ খেলে ২৯টি গোল করলেন তিনি। ৭৭ মিনিটে ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ম্যাচের পর বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমরা ভালো খেলেছি। তবে এখনও একটা ম্যাচ বাকি। ফোকাস ধরে রাখতে হবে। জেতাই একমাত্র লক্ষ্য থাকবে। মনে রাখতে হবে, এখনও কিন্তু সেমিফাইনালে উঠিনি। আগামী সপ্তাহে একই রকম ভালো খেলতে হবে।’
Advertisement
অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার স্বপ্নের দৌড় হয়তো কোয়ার্টারেই শেষ হতে চলেছে। বুধবার প্যারিসের ঘরের মাঠে তারাই এগিয়ে গিয়েছিল মর্গান রজার্সের গোলে। কিন্তু ডিজায়ার ডুয়ে এবং কাভারাৎস্কেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ভিলার রক্ষণকে নাস্তানাবুদ করে গোল করেন কাভারাৎস্কেলিয়া। সংযুক্তি সময়ে গোল করেন পিএসজির লেফটব্যাক নুনো মেন্দেস। দ্বিতীয় লেগের খেলা ভিলার ঘরের মাঠ, ভিলা পার্কে, যদিও সেখানে কতটা সুবিধা তুলতে পারবে, তা নিয়ে দেখার বিষয়।
Advertisement
Advertisement



