• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও বার্সেলোনা জিতলেও, হারল চেলসি

স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারাল টটেনহ্যাম। ম্যাচের শেষে প্রাক্তন ক্লাবের সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন।

চ্যাম্পিয়ন লিগের ম্যাচে মহম্মদ সালাহকে ছাড়াই ইন্টার মিলনের বিরুদ্ধে জয় তুলে নিল লিভারপুল। অবশ্য শেষ মুহূর্তে তাদের জয়সূচক গোলটি আসে। তবে অন্য খেলায় বার্সেলোনা জিতলেও লেমিনে ইয়ামালকে তুলে নেওয়ায় তিনি ক্ষুব্ধ হন কোচের উপরে। পাশাপাশি টটেনহ্যাম জিতেছে চেলসির বিরুদ্ধে।

এখানে উল্লেখ করা যেতে পারে লিভারপুল জিতেছে ১-০ গোলের ব্যবধানে পেনাল্টি থেকে। গোলটি করেন ডোমিনিক সোবোজলাই। গোলবক্সে লিভারপুলের ফ্লোরিয়ান উইর্ৎজ়ের জার্সি আলেসান্দ্রো বাস্তোনি টেনে ধরায় রেফারি ফেলিক্স জয়ার পেনাল্টি দিতে দ্বিধা প্রকাশ করেননি। রেফারির সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট হল লিভারপুলের। তারা প্রথম আটে চলে এল। সালাহকে দলে নেননি লিভারপুলের কোচ আর্নে স্লট। তবে লিভারপুল সমর্থকেরা রয়েছেন কোচের পাশেই। মিলানে গিয়ে ম্যাচের আগে এবং পরে স্লটের নামে জয়ধ্বনি দেন তাঁরা।

Advertisement

অন্য ম্যাচে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দু’টি গোলই জুলস কুন্ডের। তবে ম্যাচের শেষ দিকে কোচ হান্সি ফ্লিকের উপর রেগে গেলেন লেমিনে ইয়ামাল। ৮৯ মিনিটে তাঁকে তুলে নেওয়ার পর কোচকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় ইয়ামালকে। ডাগআউটে বসেও ফুঁসছিলেন ১৮ বছরের এই ফুটবলার। এ দিন হলুদ কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল। ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে সবচেয়ে বেশি গোলের অবদান রেখেছেন।

Advertisement

এদিকে স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারাল টটেনহ্যাম। ম্যাচের শেষে প্রাক্তন ক্লাবের সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন। ডেভিড জ়িমার আত্মঘাতী গোল এবং মহম্মদ কুদুস ও জ়াভি সিমন্সের পেনাল্টি গোলে জিতেছে টটেনহ্যাম। পিছিয়ে পড়েও আটালান্টা ২-১ হারিয়েছে চেলসিকে। জোয়াও পেদ্রো চেলসিকে এগিয়ে দিলেও জিয়ানলুকা স্কামাচ্চা এবং চার্লস দে কেতেলায়েরে আটালান্টার হয়ে গোল করেন।

Advertisement