• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসিনার ফাঁসির সাজা ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে

খ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডর নির্দেশ দেওয়া হয়েছ

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডর নির্দেশ দেওয়া হয়েছ। অপর অভিযুক্ত প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়েছিলেন। সেই জন্য তাঁকে ক্ষমা প্রদর্শন করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরেই হাততালিতে ফেটে প়়ড়ে আদালতকক্ষ। বিচারপতি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, অতীতে বাংলাদেশে কোনও মহিলাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়নি।

Advertisement

হাসিনার বিরুদ্ধে ৪৫৩ পাতার রায় দেওয়া হয়। যার ছয়টি অংশ রয়েছে। হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক ট্রাইবুনাল। এক, উস্কানি দেওয়া। দুই, হত্যার নির্দেশ এবং তিন, দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। রায় ঘোষণার আগে শেখ হাসিনা একটি অডিও বার্তায় জানান,  এই সমস্ত রায়ের পরোয়া তিনি করেন না। আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন।

Advertisement

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কারচুপির আদালত এই রায় দিয়েছে। জনমত না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইবুনাল কাজ করেছে। তাই এই ট্রাইবুনালের কোনও এক্তিয়ারই নেই। মৃত্যুদণ্ডের সাজা প্রসঙ্গে হাসিনা বলেন, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ‘খুনি’ মানসিকতার প্রমাণ এই ফাঁসির সাজা।

Advertisement