মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ঘােষণার দাবিতে ডেপুটেশন

রাজ্যে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘােষণা করতে হবে। এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই’র নিকট ডেপুটেশন দাখিল করল এআইডিএসও।

Written by SNS West Medinipur | May 11, 2021 4:38 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

রাজ্যে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘােষণা করতে হবে। এই দাবিতে সােমবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই’র নিকট ডেপুটেশন দাখিল করল ছাত্র সংগঠন এআইডিএসও। সােমবার সংগঠনের রাজ্য কমিটির আহবানে জেলায় জেলায় শিক্ষা পরিদর্শক এর কাছে এই ডেপুটেশন দেওয়া হয়।

এ বিষয়ে এআইডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ব্ৰিতীন দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে আর্থিক কিংবা সামাজিক অবস্থায় ছাত্রছাত্রীরা এমনিতেই বিভিন্ন মানসিক চাপে ভুগছেন।

এর পরীক্ষা নিয়ে নানান টালবাহানা, অনিশ্চয়তা দেখা ছাত্রছাত্রীরা মানসিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে পড়ছে। তাই আমরা দাবি করছি, অভিভাবক, বিভিন্ন শিক্ষক সংগঠন এবং করােনা বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট পরামর্শের ভিত্তিতে অবিলম্বে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সুচিন্তিত মতামত ঘােষণা করতে হবে। ওপর মার্কস দিয়েছে।