খুনের আসামির ফসলের জমিতে বুলডোজার, অভিযুক্তরা পলাতক 

Written by SNS March 16, 2023 2:50 pm

ভোপাল, ১৬ মার্চ — বুলডোজার চালিয়ে খুনে অভিযুক্ত দুই ব্যক্তির চাষ করা খেতের  ফসল নষ্ট করে দেওয়া হল। বুধবার ঘটনাটি মধ্যপ্রদেশের ঘটেছে দামোহ জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তই সরকারি জমি দখল করে চাষ করেছে। এছাড়াও একটি স্কুলের জমিও তারা দখল করে রেখেছিল।  সবই দখলমুক্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্ল (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের হদিস না পেয়ে ফসলের জমিতে বুলডোজ়ার চালাল পুলিশ এবং প্রশাসন।
প্রশাসনিক আধিকারিক বিকাশ অগ্রবাল জানিয়েছেন, এই অভিযানে অভিযুক্তদের ২৫ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য বলেন, “জোড়া খুনের মামলায় জমি দখলের বিষয়টি প্রকাশ্যে এসেছে। দু’টি কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যে সব জমি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সব উদ্ধার করা হয়েছে।” পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ৩ একর জমি কিনেছিলেন শুক্ল ভাইয়েরা। তখন থেকেই সিংহ পরিবারের সঙ্গে জমি নিয়ে বিবাদ শুরু। গত ২৮ ফেব্রুয়ারি ওই জমিতে ট্র্যাক্টর আনতে গিয়েছিলেন সিংহেরা। কিন্তু শুক্লরা তা দিতে অস্বীকার করেন। কিছু ক্ষণ পরেই জহর, উমেইদ এবং মাখন সিংহরা শুক্লদের বাড়িতে ঢুকে দুই ভাইকে গুলি করে খুন করেন বলে অভিযোগ।এই প্রথম নয়, কয়েক দিন আগেই ধর্ষণে অভিযুক্ত এক যুবকের বাড়িতে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, এই ধরনের অভিযান চলবে।