• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

বিজেপির আগাম প্রচার শুরু, ২০ ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রী মোদীর সভা

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার বহু আগে থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করে দিল বিজেপি

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার বহু আগে থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করে দিল বিজেপি। শুক্রবার, ৫ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে দলনির্বাচিত কর্মসূচির সূচনা হবে—এমনই ঘোষণা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিংহ। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রথম দিনেই ১৩০০ পথসভায় নামছে saffron শিবির। গোটা রাজ্যে পর্যায়ক্রমে হবে মোট ১৩ হাজার পথসভা।

রাহুলের কথায়, পাঁচ থেকে সাতটি বুথ মিলিয়ে তৈরি প্রতিটি ‘শক্তিকেন্দ্র’-এ পথসভা আয়োজন করা হবে। তিনি জানান, শুক্রবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বিভিন্ন মণ্ডলে পথসভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই বিজেপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ের সূচনা করছে।

Advertisement

এছাড়াও, ১৫ জানুয়ারির পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বড় জনসভা করবে বিজেপি। সেখানে যোগ দেবেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি বছরে আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে ইতিমধ্যেই তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে আরও অন্তত সাতটি সভার পরিকল্পনা রয়েছে। এর প্রথমটি হবে নদিয়ার রানাঘাটে, ২০ ডিসেম্বর—সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার ঠিক পরের দিন।
দলীয় সূত্রের খবর, প্রয়োজন হলে মোদীর জনসভার সংখ্যা আরও বাড়তে পারে। রোড শো বা বিশেষ কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা থাকছে।

Advertisement

নির্বাচন ঘোষণার প্রায় তিন মাস আগে এভাবে আনুষ্ঠানিক প্রচার শুরু করা দেশের রাজনীতিতে বিরল এবং পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে তো প্রায় নজিরবিহীন। কেন এত তাড়াহুড়ো— এই প্রশ্নের সরাসরি উত্তর না মিললেও, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এসআইআর শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কার্যত শুরু। তাই আমরাও প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছি। যা প্রয়োজন, বিজেপি তাই করছে।’

Advertisement