করােনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। বর্তমানে করােনা সংক্রমণের সংখ্যা দৈনিক গড়ে সাড়ে তিন লাখ। মারাও যাচ্ছে হাজার হাজার ব্যক্তি। ঠিক এইরকম পরিস্থিতিতে সােমবার সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত দেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, গত দুবছর যেসব চিকিৎসকরা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে। তাদেরকে বাড়ি সংলগ্ন কোভিড চিকিৎসা কেন্দ্রে নিয়ােগ করা হবে।
তাছাড়াও সেনাবাহিনীর কাছে মজুত যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, তা বিভিন্ন হাসপাতালে পাঠানাে হবে। জরুরি হেল্পলাইন পরিষেবায় সেনাবাহিনীর প্রাক্তন ডাক্তারবাবুরা পরামর্শ দেবেন। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় কোভিড চিকিৎসা কেন্দ্র গড়ার কাজ শুরু করবে।
Advertisement
ওয়াকিবহাল মহল মনে করছে, দেশে যেহারে করােনা সংক্রমণের তীব্রতা বেড়েছে। তাতে সেনাবাহিনীর প্রাক্তন ডাক্তারবাবুরা কোভিড চিকিৎসার কাজে হাত দিলে অন্তত মৃত্যুর হার কিছুটা কমবে।
Advertisement
Advertisement



