• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসুর সম্প্রদায়ের গ্রামে চিকিৎসা শিবির

উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি হল অসুর সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে প্রবীন মানুষেরা বিশ্বাস করেন, তারা মহিষাসুরের বংশধর।

প্রতীকী ছবি (Photo: IANS/DPRO)

উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি হল অসুর সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে প্রবীন মানুষেরা বিশ্বাস করেন, তারা মহিষাসুরের বংশধর।

তাই পুজোর দিনগুলােয় তাদের অনেকে শােক দিবস পালন করেন। তাদের অনেকে বিশ্বাস করেন, দেবী দুর্গা এই সময়ে মহিষাসুরকে হত্যা করেন। তাই শােক দিবস। যদিও এখন শিক্ষার হার বাড়তে থাকায় নতুন প্রজন্মের অসুর সম্প্রদায়ের মধ্যে পুরনাে ধারণা বদলে যাচ্ছে।

Advertisement

এই অসুর সম্প্রদায়ের গ্রামে গিয়েই পুজোর আগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করলেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শীর্ষেন্দু পাল। ওই শিবির বসাতে তাকে সহায়তা করেন বীরপাড়ার সমাজসেবী সাজু তালুকদার।

Advertisement

Advertisement