হাওড়া এন এইচ নারায়ণা হাসপাতালে মাথার খুলির ভেতর টিউমার অস্ত্রোপচার করে বের করার কৃতিত্ব দেখালেন এক দল বিশেষজ্ঞ চিকিৎসক।
ডা. হর্ষ ধর, ডা. সৌরভ দত্ত, ডা. অগ্নিভ বসু এবং ডা. নিলয় বসু জানান, এই জটিল অস্ত্রোপচারের জন্য নাকের ভেতর দিয়ে এন্ডােস্কপি করে সঠিক স্থান চিহ্নিত করা হয়। ফলে রােগীর অন্যান্য অসুবিধাগুলি এড়ানাে সম্ভব হয়।
Advertisement
Advertisement
Advertisement



