Tag: sultani

অজান্তেই উঠে এলো সুলতানি জমানার সুড়ঙ্গ

দিল্লি, ৮ জুন– ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে সুলতানি জমানায় তৈরি হয়েছিল ওই সুড়ঙ্গের উদয় হল দক্ষিণ দিল্লির সিরি ফোর্টে। শিশুদের জাদুঘরে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল। আচমকা সন্ধান মেলে সুড়ঙ্গের। মাঝপথে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিকরা।  এএসআইয়ের সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট প্রবীণ সিংহ বলেন, “অজান্তেই আবিষ্কৃত… ...