দার্জিলিং:- কাছেপিঠে কম খরচে পাহাড়ে যেতে চাইলে বাঙালির কাছে উত্তরবঙ্গই ভরসা। দার্জিলিংয়ের অফবিট একটি ডেস্টিনেশন জোড়পোখরি থেকে ঘুরে আসতে পারেন। জোড়া হ্রদ নিয়ে গড়ে উঠেছে ছোট্ট গ্রাম জোড়পোখরি। যদিও জোড়পোখরির অন্যতম সৌন্দর্য লুকিয়ে জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যে। ৪ হেক্টর জমিতে থাকা যমজ হ্রদও জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ। যেহেতু অভয়ারণ্য তাই এখানে বন্যপ্রাণীও দেখতে পাবেন। এখানে স্যালামান্ডার… ...