Tag: Manas Bhunia

মেদিনীপুরে অন্তর্ঘাতের আশঙ্কায় ভুগছে তৃণমূল, বিজেপি দু’দলই

অভিষেক রায়, খড়গপুর, ২৩ মে— মেদিনীপুর লোকসভা আসনে এবার নির্বাচনী লড়াইয়ে মুখ্য দুই প্রার্থী বিজেপির অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের জুন মালিয়া৷ এই দুই প্রার্থী নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারে নেমে পডে়ন৷ প্রায় দুমাস নির্বাচনী প্রচার চালাবার পরেও জয়ের প্রশ্নে কেউই নিশ্চিত নন৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে নিশ্চিন্ত থাকার কথা বিজেপির অগ্নিমিত্রা পালের৷… ...