Tag: Chandravijan

চন্দ্রাভিযানের পর ইসরোর ৯০তম মিশনে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৫৬ রকেট।

ভারত:- শীঘ্রই চন্দ্রাভিযানের পর সূর্যে অভিযান শুরু করতে চলেছে। আজই আরও একটি মিশনে নামছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর ৯০তম মিশনে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৫৬ রকেট। ইতিমধ্যেই মহড়া সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইসরো। ইসরোর এই পরিকল্পনা ডিএস-সার মিশন নামেও পরিচিত। এই মিশনে সিঙ্গাপুরের সাতটি রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোঠার সতীশ ধাওয়ার স্পেস… ...