চন্দ্রাভিযানের পর ইসরোর ৯০তম মিশনে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৫৬ রকেট।

Written by SNS July 30, 2023 11:29 am

ভারত:- শীঘ্রই চন্দ্রাভিযানের পর সূর্যে অভিযান শুরু করতে চলেছে। আজই আরও একটি মিশনে নামছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর ৯০তম মিশনে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৫৬ রকেট। ইতিমধ্যেই মহড়া সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইসরো। ইসরোর এই পরিকল্পনা ডিএস-সার মিশন নামেও পরিচিত। এই মিশনে সিঙ্গাপুরের সাতটি রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোঠার সতীশ ধাওয়ার স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দেবে। সিঙ্গাপুরের সাতটি রকেট উৎক্ষেপণ করা হবে ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের সহায়তায়। আজ সকাল থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছে। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখা যাবে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটিডের এই মিশনটি এ বছরের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের দ্বিতীয় মিশন। এই মিশনে কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে মহাকাশে। তার নাম হল ডিএস-সার। এই ডিএস-সার হল ৩৬০ কিলোগ্রাম ওজনের একটি কৃত্রিম উপগ্রহ। সিঙ্গাপুরে নির্মিত এই উপগ্রহটি ইসরোর সহায়তায় যাবে মহাকাশে। ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের মাধ্যমে আরও ৬টি উপগ্রহ যাবে মহাকাশে। সেগুলি হল- ভেলোক্স-এএম, আর্কেড, স্কুব-২, নুলিয়ন, গালাসিয়া-২, ওআরবি-১২ স্ট্রিডার। ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের সাহায্যে ডিএস-সার উপগ্রহটি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ৫৩৫ কিলোমিটার উচ্চতায় ৫ ডিগ্রি অবস্থানে স্থাপন করা হবে। এটি সারাদিন আবহাওয়া পর্যবেক্ষণ করবে এবং সেই সংক্রান্ত ছবি তুলবে। সেইসব উপগ্রহ-চিত্র গবেষণার সহায়ক হবে। চাঁদের পর সূর্য মিশনের প্রস্তুতিও সেরে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো আদিত্য এন-১ মিশনে নামছে আগামী মাসেই। চন্দ্রযান-৩ চাঁদে নামার তিনদিনের মাথাতেই ইসরো যাবে সেই সৌর মিশনে। ২০২০ সালে আদিত্য এল-১ মিশনে নামার পরিকল্পনা করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেই মিশন পিছিয়ে যায়। ২০২৩ সালে সেই সূর্য মিশনে নামার পরিকল্পনা গৃহীত হয়েছে। চন্দ্রযান-৩ নিয়ে উন্মাদনার মধ্যেই ইসরো নতুন মিশন শুরু করে দিল। আগমী ২৬শে অগাস্ট ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণ হবে। ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক। চন্দ্রযান-৩ চাঁদে নামবে ২৩ বা ২৪ অগাস্ট। তারপরেই সূর্যে রওনা দেবে আদিত্য এল-১। ইসরোর এই আদিত্য এল-১ মহাকাশযান সান আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর পার্শ্ববর্তী অঞ্চলে পৌছবে।