Tag: cap

‘অ্যারেস্ট আদানি’ টুপিতে ছয়লাপ সংসদ, তুমুল বিক্ষোভ তৃণমূলের

দিল্লি, ২১ মার্চ-– হৈ-হট্টগোল নয়, বলা যায় একেবারে গান্ধি পথে হেঁটেই নিজেদের বিক্ষোভ দেখাল তৃণমূল। গান্ধি পথে হেঁটে বলার অর্থ সকলে মাথায় সাদা টুপি পরে আদানি কাণ্ডে বিক্ষোভে সামিল তৃণমূল সাংসদরা। সেই টুপিতে লেখা ‘অ্যারেস্ট আদানি’ সঙ্গে গৌতম আদানি ও নরেন্দ্র মোদীর ছবি।  এদিন দেখা গেল আদানিকে গ্রেফতারির দাবিতে সরব হল তৃণমূল। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কাণ্ড… ...