Tag: Bishnoi’s list

হিটলিস্টে প্রথম সলমন, বিষ্ণোইয়ের লিস্টের আছে আরও ৯

মুম্বই, ২৩ মে– এতদিন শোনা যাচ্ছিল শুধু সলমনের নাম। এবার তার সঙ্গে জুড়ল আরও ৯ জনের জ্যাম। লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টের তালিকায় রয়েছে মোট ১০ জন! সম্প্রতি গ্যাংস্টার বিষ্ণোই তার হিটলিস্টে থাকা বাকি নামগুলো জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে। তালিকায় সবার প্রথমে অবশ্য রয়েছেন সলমন। সলমনকে একের পর এক প্রাণনাশের হুমকি। কখনও ফোনে, কখনও ইমেলে, কখনও… ...