Tag: a-less-painful

ফাঁসি তুলতে বিকল্পের খোঁজে সুপ্রিম কোর্ট

দিল্লি, ২১ মার্চ– ভারতের আইনি শাস্তির ইতিহাস থেকে মুছে যেতে চলেছে ফাঁসির সাজা। সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ড কার্যকরে ফাঁসির বিকল্প ব্যবস্থা খোঁজায় সেই আভাসই পাওয়া গেল । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে বলেন, ফাঁসির পরিবর্তে অন্য কোনও পদ্ধতি অনুসন্ধান করা হোক। সংশ্লিষ্ট মামলায় আইনজীবী ঋষি মালহোত্র দাবি করেছেন, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক… ...