• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

এশিয়া প্যাসিফিক যোগাসনে সোনার পদক পেল কেয়া দাস

সে কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসনই কেয়ার ধ্যানজ্ঞান।

থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনলো পূর্ব বর্ধমানের কালনার ছোট্ট ছাত্রী কেয়া দাস। তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা কেয়া দাস। সে কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসনই কেয়ার ধ্যানজ্ঞান। ১৭ সেপ্টেম্বর ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব ১২ বিভাগে যোগাসনে অংশ নেয় কেয়া। প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নেয়। আগামী দিনে সে ওয়ার্ল্ড যোগাসন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে। তার সাফল্যে গর্বিত বাবা স্বপনকুমার দাস ও মা শুভ্রা দাস। কেয়ার স্কুলের প্রধান শিক্ষিকা ফাল্গুনী মল্লিক বলেন, ওর মধ্যে অসম্ভব প্রতিভা রয়েছে। ওর সাফল্যে আমরা গর্বিত। আমরা আশাকরি আগামী দিনে ও আরও বড় প্রতিযোগিতায় সাফল্য পাবে।