শৃঙ্খলাভঙ্গের দায়ে নির্বাসিত হতে হল অলিম্পিক্স পদকজয়ী তারকা কুস্তিগীর আমন শেহরাওয়াতকে। তাঁকে এক বছরের জন্য নির্বাসিত করা হল ভারতের কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে। আসলে, অতিরিক্ত ওজনের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি আমন। সেই ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ ও অপেশাদারিত্ব হিসেবে চিহ্নিত করে তাঁকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে এদিন স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী একবছরের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কোনও কুস্তি প্রতিযোগিতায় নামতে পারবেন না আমন। বিষয়টি নিয়ে এর আগে শোকজও করা হয়েছিল তাঁকে। তার উত্তর ইতিমধ্যেই আমন দিয়েছেন, যা খতিয়ে দেখেছে শৃঙ্খলারক্ষা কমিটি। পাশাপাশি, কুস্তি দলের প্রধান কোচ এবং অন্যান্য সাপোর্টিং স্টাফের থেকেও মতামত জানতে চাওয়া হয়েছিল। দুপক্ষের মতামত বিবেচনা করে কমিটির মনে হয়েছে, আমনের উত্তর একেবারেই সন্তোষজনক নয়। আর সেজন্যই তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, সেপ্টেম্বর মাসে ক্রোয়েশিয়ার জাগ্রেবে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে নামার কথা ছিল আমনের। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগে দেখা যায় নির্ধারিত ওজনের চেয়ে প্রায় ১.৭ কেজি ওজন বেশি ছিল তাঁর । আর ওইজন্যই সেই প্রতিযোগিতায় নামা হয়নি ২২ বছর বয়সি এই কুস্তিগিরের। এই ঘটনার জন্য প্রথম থেকেই আমনকে দায়ী করা হয়েছিল। কারণ, গত ২৫ আগস্ট জাগ্রেবে প্রস্তুতির জন্য পৌঁছেছিলেন তিনি। ফলে, নিজের ওই বাড়তি ওজন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সময় ছিল তাঁর কাছে। তা স্বত্বেও ওজন না কমায় শেষপর্যন্ত নির্বাসিত হতে হল প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী আমনকে।
Advertisement
Advertisement



