সপ্তসিন্ধু বিজয়ের লক্ষ্যে পূর্ব বর্ধমানের ‘জলকন্যা’ সায়নীর নিউজিল্যান্ডে পাডি়

Written by SNS March 24, 2024 4:37 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মার্চ— সাঁতারে একের পর এক আন্তর্জাতিক শিরোপা জয় করে বাংলার গৌরব সায়নী দাস৷ পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নীর লক্ষ্য এখন সপ্তসিন্ধু জয়৷ তাই এবার কুক স্ট্রেট প্রণালী পার হতে নিউজিল্যান্ডে পাড়ি দিল কালনার ‘জলকন্যা’ নামে খ্যাত সায়নী দাস৷ নিউজিল্যান্ডে এখন কনকনে ঠান্ডা৷ কোথাও কোথাও মাইনাস ডিগ্রি৷ তাকে উপেক্ষা করেই অনুশীলন করেছেন সায়নী৷ জানা গেছে, মার্চের শেষ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপপুঞ্জকে পৃথক করা কুক স্ট্রেট প্রণালী জয়ের লক্ষ্যে জলে নামবেন সায়নী৷ তার ওই জয়ের প্রার্থনা করছেন পরিবার, শুভানুধ্যায়ী ও কালনার বাসিন্দারা৷

কালনা শহরের বারুইপাড়ায় বাড়ি সায়নীর৷ ছোট থেকেই সাঁতারে আগ্রহ৷ পাড়ার পুকুর, কখনও গঙ্গায় ও সাধারণ সুইমিং পুলে সাঁতার কেটে ২০১৭ সালে জয় করে ইংলিশ চ্যানেল৷ কিন্ত্ত তার প্রতিজ্ঞা সপ্তসিন্ধু জয়ের৷ সেই লক্ষ্যে কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে ২০১৮ সালে অষ্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পার হয়৷ তার পর একে একে সাঁতারে সাফল্য৷ ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা জয়, ২০২২ সালে এশিয়ার প্রথম মহিলা সাতারু হিসেবে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে দেশের জাতীয় পতাকা তুলে ধরেন মার্কিন মুলুকে৷ এবার সে বিপদ সঙ্কুল নিউজিল্যান্ডের কুক স্ট্রেট প্রণালী পার হওয়ার অঙ্গীকার করেছে৷ এর জন্য, নিউজিল্যান্ড পাড়ি দেয়৷ সম্ভবত, ৩০ মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কুক স্ট্রেট প্রণালী জয়ে নামবেন৷

নিউজিল্যান্ডে পৌছে প্রচণ্ড ঠাণ্ডায় অনুশীলন চালিয়ে যেতে হবে৷ তীব্র ঠাণ্ডার সঙ্গেই এই প্রণালীতে বহু বিপদের ঝুঁকি রয়েছে৷ হিংস্র হাঙ্গরের আনাগোনা…প্রবল ঝড়ো হাওয়া সহ আরও কতকিছু! সায়নীর বাবা প্রাক্তন প্রাথমিক শিক্ষক রাধেশ্যাম দাস ও মা গৃহবধূ রুপালি দাস মেয়ের সঙ্গে গেছেন৷ মেয়েকে সাহস জুগিয়ে যাচ্ছেন৷ কালনার বাসিন্দারা ক্রীড়া অনুরাগীরা জানিয়েছেন বলেছেন ওর মধ্যে কঠোর পরিশ্রম করার শক্তি রয়েছে৷ অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছে৷ অদম্য ইচ্ছা শক্তি ও অনুশীলন ওকে জয়ের লক্ষ্যে পৌছে দেবে৷