যতবার ডার্বি ততবার হারবি এই শ্লোগানটা এখন মোহনবাগানের জন্যে দারুনভাবে প্রযোজ্য। রবিবার ছোটদের ডার্বিতে মোহনবাগান ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল। চলতি মরশুমে প্রায় সব ক’টি ডার্বি ম্যাচে সবুজ মেরুণ শিবির দাপট দেখিয়ে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে পরাস্ত করেছে। মোট ১১টা ম্যাচের মধ্যে ৮টা ম্যাচ জিতেছে মোহনবাগান। এদিন অনুর্ধ্ব ১৩ সাব জুনিয়র লিগ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে ডার্বি ম্যাচে মোহনবাগানের সাগ্নিক কুণ্ডুর গোলে ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় পেয়ে যায়।
এদিন মোহনবাগানের ফুটবলাররা খেলার শুরু থেকে প্রতিপক্ষ লাল হলুদ শিবিরে হানা দিতে থাকে। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও মোহনবাগান গোল করতে পারেনি। নিঃসন্দেহে বলা যায় সবুজ মেরুন ব্রিগেডের সমন্বয় ছিল সবচেয়ে বড় হাতিয়ার। পাল্টা আক্রমণ গড়ে তুলে গোল পরিশোধ করার মতন সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। খেলার ৮ মিনিটের মাথায় মোহনবাগানের সাগ্নিক কুণ্ডু গোল করে সবার নজর কেড়ে নেয়।
মোহনবাগান শুধু সিনিয়র দলের প্রতি নজর রাখেননি। বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবলে ফুটবলারদের প্রতি কর্মকর্তারা চোখ রেখেছেন। এমনকী ছোটদের খেলায় বিশেষ ভাবে নজর রাখা হয়েছে। আগামী দিনে এদের মধ্যে থেকে প্রতিভাবান ফুটবলারদের কলকাতা ফুটবল লিগে সিনিয়র দলে খেলানোর পরিকল্পনা রয়েছে। এখনও ডার্বি ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গলর ১১ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৮ বার জয় পেয়েছে মোহনবাগান। একটা ম্যাচে ইস্টবেঙ্গল জয় পায়?