• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বিবেক ভারতী শিক্ষা সদনের ক্রীড়া

প্রচারের এরকম অভিনব প্রচেষ্টা খুবই প্রশংসার দাবি রাখে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিবেক ভারতী শিক্ষা সদন হাই স্কুল ও শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা হল ব্রহ্মপুর নবীন সংঘের খেলার মাঠে। প্রধান শিক্ষক অমিত প্রধান বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, আধ্যাত্মিক লেখক গবেষক ও জাতীয় ক্রীড়াবিদ পরিব্রাজক গৌতম বিশ্বাস। তিনি মশালের অগ্নিশিখা প্রজ্জ্বলন করে বিদ্যালয়ের সম্পাদক প্রদ্যুৎ বর্ধর্ন রায়ের হাতে তুলে দেন।

প্রায় ৫০০ ছাত্র ছাত্রী লাল, নীল এবং সবুজ পোশাক পরে ব্যান্ডের তালে তালে সুচারু মার্চপাস্ট করে দর্শকদের প্রশংসা লাভ করে। এদিন ক্রীড়া প্রতিযোগিতার আকর্ষণীয় ছিল জাতীয় পতাকার রঙে দুটি বিশাল ফানুস উড়ানো এবং আতশবাজি পোড়ানো। ফানুসটির সাথে ঝোলানো ছিল একটি আকর্ষণীয় ব্যানার, তাতে লেখা ছিল এটির প্রাপককে নগদ ৫০০ টাকা পুরস্কৃত করা হবে বিবেক ভারতী শিক্ষা সদন হাই স্কুলের তরফ থেকে। নিচে বিদ্যালয় এর ফোন নাম্বারও দেওয়া ছিল। প্রচারের এরকম অভিনব প্রচেষ্টা খুবই প্রশংসার দাবি রাখে।

Advertisement

Advertisement

Advertisement