বিশ্বের সবচেয়ে দামি একশো জন অ্যাথলিটের তালিকায় ভারতের শুধু বিরাট কোহলি

ফোর্বস ম্যাগাজিনের বিচারে এই বছর বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলিটদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একমাত্র ভারতীয় হিসেবে বিরাট কোহলি স্থান পেয়েছেন।

Written by SNS Washington | June 13, 2019 10:12 pm

বিরাট কোহলি (Photo: Surjeet Yadav/IANS)

ফোর্বস ম্যাগাজিনের বিচারে এই বছর বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলিটদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একমাত্র ভারতীয় হিসেবে বিরাট কোহলি স্থান পেয়েছেন। তবে গতবারের ৮৩তম স্থান থেকে কোহলি ১০০-তে নেমে গিয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ফ্লয়েড মেওয়েদারকে সরিয়ে এই প্রথম মেসি শীর্যে পৌঁছলেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে এবং তৃতীয় স্থানে ব্রাজিলের নেইমার।

এ বছর মেসির মােট আয় অনুমান করা হয়েছে ১২৭ মিলিয়ন মার্কিন ডলার এবং রােনাল্ডাের ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বসের ২০১৯ সালের তালিকা অনুযায়ী ১০০ স্থানে নেমে আসা কোহলি এবছর আয় এন্ডাের্সমেন্ট চেকে ২১ মিলিয়ন এবং বেতন ও টুর্নামেন্ট জেতা থেকে আরও চার মিলিয়ন মার্কিন ডলার।

যদিও এ বছর কোহলির আয় এক মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে তবু তিনি সতেরাে ধাপ নেমে গেলেন।

কোহলির আয়ের অনেকখানি আসে হিমালয়া, উবের, গুগুল ডুয়াে, পুমা, হিরাে মােটোকর্প এবং তার নিজস্ব জামাকাপড়ের ব্র্যান্ড রােগন, মুভে অ্যাকাউস্টিক্স এবং আউদি থেকে।

ইতিমধ্যে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস একমাত্র মহিলা ক্রীড়াবিদ যিনি প্রথম ১০০ জনে আছেন। সেরেনা ৬৩ তম স্থানে রয়েছেন। এনডাের্সমেন্ট থেকে ২৫ মিলিয়ন এবং বেতন থেকে ৪.২ মিলিয়ন মার্কিন ডলার।