• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

দু’নম্বরে উঠে এলেন বিরাট

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মঙ্গলবার টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে উঠে এলেন।প্রথম দশের মধ্যে জায়গা করে রেখেছেন চেতেশ্বর পূজারা।

বিরাট কোহলি (ছবি: Surjeet Yadav/IANS)

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মঙ্গলবার টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে উঠে এলেন। এছাড়া টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে রেখেছেন চেতেশ্বর পূজারা (সপ্তম) ও অজিঙ্কা রাহানে (দশম)।

কোহলি ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথের থেকে ( ৯১১ রেটিং পয়েন্ট ) পিছিয়ে রয়েছেন। স্টিভ স্মিথ টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন তৃতীয়স্থানে নেমে গেলেন। বােলারদের তালিকায় জসপ্রীত বুমার ও অশ্বিন দু’জনে জায়গা করে নিতে পেরেছেন প্রথম দশের তালিকায়। তারা রয়েছেন যথাক্রমে অষ্টম ও দশম স্থানে ।

Advertisement

Advertisement

Advertisement