বিরাট কোহলির চওড়া ব্যাটে রানের ফুলকিতে দক্ষিণ আফ্রিকার বোলররা দিশা হারিয়ে ফেললেন। রবিবার এখানে প্রথম একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে বিরাট কোহলি ঝড়ের গতিতে শতরান করার কৃতিত্ব দেখালেন। বিরাট কোহলির ব্যাট থেকে এদিন আসে ১৩৫ রান। যা শচীন তেন্ডুলকারের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের রয়েছে ১০০টি শতরান। তার মধ্যে ৫১টি টেস্ট ক্রিকেটে। কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করার কৃতিত্ব ছিল শচীনের। সেই রেকর্ডকে ভেঙে দিলেন বিরাট।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেট বিরাট ৫২ তম শতরান করে কোহলি তা ভেঙে দিলেন জানসেনর বলে চার মেরে। ১০২ বলে কোহলি শতরান করেন। তার মধ্যে রয়েছে ৫টি ছক্কা ও ৭টি চার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে কোহলি ৮৩তম শতরান করলেন তিনি। পাশাপাশি রিকিপন্টিংকে পিছনে ফেলে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে নেমে ছয়ের সংখ্যা ২১৭টি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে নান্দ্রে বার্গারের বলে ছক্কা মেরে সেই নজির ভেঙে দিলেন কোহলি। ২৮০ দিন বাদে বিরাটের ব্যাট থেকে এলো শতরান। এদিকে ২৯১ দিন বাদে দেশের মাটিতে প্রত্যাবর্তনের পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাঁদের যোগ্যতা প্রমাণ করলেন।
Advertisement
Advertisement
Advertisement



