• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

বক্সিং ডে টেস্ট ক্রিকেটে প্রথম দিনেই পড়ল ২০টি উইকেট

মেলবোর্নে পেসারদের দাপট

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই অভাবনীয় ঘটনা। কেউ ভাবতেই পারেননি প্রথম দিনেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচে ২০টি উইকেট পড়ে যাবে। যদি এই টেস্টটা এশিয়া মহাদেশের অন্য কোথাও অনুষ্ঠিত হত, তাহলে প্রথম দিনের খেলা নিয়ে নানারকম ঘটনা ঘটে যেত। নিঃসন্দেহে এই খেলাটা অন্য রূপ নিত, তা নতুন করে বলার প্রয়োজন হয় না।

শুক্রবার অস্ট্রেলিয়া প্রথমে খেলতে নামে। বেশ ধীরেসুস্থেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ব্যাট করছিলেন, কিন্তু ইংল্যান্ডের বোলাররা একটা সময় এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, তাতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তাঁদের প্রথম ইনিংস শেষ হয় ১৫২ রানে। অর্থাৎ ১০টি উইকেটই পড়ে যায় খুব তাড়াতাড়ি। তার জবাবে ইংল্যান্ড খেলতে নেমে আরও বিপদে পড়ে গেল। তারাও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারলেন না। তাদের ইনিংস শেষ হল ১১০ রানে। অর্থাৎ খেলার প্রথম দিনেই ২০টি উইকেটের পতন ঘটল। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংস খেলার জন্য অস্ট্রেলিয়া মাঠে নেমেছে। তারা দিনের শেষে বিনা উইকেটে ৪ রান করেছে। অর্থাৎ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪৬ রানে এগিয়ে রয়েছে। আগেই অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে বলা হয়েছিল, কোনও স্পিনারকে নেওয়া হয়নি। বোলাররা প্রত্যেকেই জোরে বল করেন। জোরে বোলাররা উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তাঁরা যে কোনও সময় রণহুঙ্কার করতে পারেন। অস্ট্রেলিয়ার হয়ে উইকেট নিলেন মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং ক্যামেরুন গ্রিন।

Advertisement

ইংল্যান্ডের হয়ে প্রথমে বল করতে আসেন যশ টাং। ইংল্যান্ডের এই বোলার অস্ট্রেলিয়া শিবিরে ধস নামিয়ে দেন। তিনি একাই ৪৫ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। হয়তো তখন ইংল্যান্ডের অধিনায়ক স্টিভ স্মিথ ভেবেছিলেন, প্রথম দিনটা তাঁদের জন্য চিহ্নিত হয়ে থাকবে। তবে ইংল্যান্ডের বোলার হিসেবে যশের যে দাপট দেখতে পাওয়া যায়, তার প্রশংসা করতেই হবে। পরবর্তী ক্ষেত্রে স্টিভ স্মিথ নজর কেড়েছিলেন। ফ্যাব ফোরে সেরা ব্যাটসম্যান হিসেবে কিছুই করতে পারলেন না। তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। টসে জিতে বল করার জন্য কোনও সময়ের জন্য বেন স্টোকস ভাবেননি তাঁরাই প্রথমে ব্যাট করবেন।

Advertisement

অস্ট্রেলিয়া ট্রেভিস হেডকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ব্রাইডন কার্স। অবশ্য তখন ইংল্যান্ডের বোলারদের সেইভাবে দেখতে পাওয়া যায়নি, যা পরবর্তী ক্ষেত্রে ভয়ানক হয়ে উঠতে পারেন তাঁরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেভাবে একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান, তা দেখে অনেকেই হতবাক হয়ে যান। যশ টাং ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি উইকেট নিয়ে নজির গড়লেন। যশ টাং ছাড়া গাস অ্যাটকিনসন দুটো উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডেরও বেহাল অবস্থা হয়ে যায়। ইংল্যান্ডের হ্যারি ব্রুকস ৪১ রান করেন। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১১০ রানে। অস্ট্রেলিয়ার নেসার চারটি উইকেট নিয়েছেন। তাঁর পাশে বোল্যান্ড তিনটি উইকেট পান। দিনের শেষে অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত রয়েছেন ট্র্যাভিস হেড ও বোল্যান্ড।

Advertisement