হায়দরাবাদকে ট্রফি তুলে দিতে চান ট্রেভিস

Written by SNS March 18, 2024 3:59 pm

হায়দরাবাদ— এবারের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সবার নজর কেড়ে নিয়েছিলেন ট্রেভিস হেড৷ অস্ট্রেলিয়ার ট্রেভিস একাই ফাইনাল খেলায় ধস নামিয়ে দিয়েছিলেন ভারতীয় শিবিরে৷ ভারতের বিপক্ষে জয় তুলে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড৷ আইপিএল ক্রিকেট খেলবার জন্যে ভারতে এসে গেছেন ট্রেভিস৷ টানা ছয় বছর তিনি আইপিএল ক্রিকেট খেলে চলেছেন৷ এবারে ট্রেভিস হেড হায়দরাবাদ সানসাইজার্স দলের নির্ভরযোগ্য ক্রিকেটার৷ ট্রেভিসের হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৩ মার্চ৷

ট্রেভিস হেড রবিবার ভারতের মাটিতে পা দেওয়ার পরেই বললেনস, ‘দারুন ভালো লাগছে৷ আবার আইপিএল ক্রিকেট খেলবো৷ এবারে ভালো রান উপহার দিতে চাই হায়দরাবাদের স্কোর বোর্ডে৷ শেষবার ২০১৭ সালে ট্রেভিস আইপিএল ‌িুক্রকেটে খেলেছিলেন৷ তখন খেলতেন বেঙ্গালুরুর হয়ে৷ তিনি হায়দরাবাদের কথা শুনেছেন৷ একটা সুপ্ত ইচ্ছা ছিল ট্রেভিস অরেঞ্জ জার্সি গায়ে মাঠে নামবেন৷ তাই স্বপ্ন পূরণ করে ট্রেভিস চাইছেন হায়দরাবাদকে খেতাব তুলে দিতে৷ মাঠ ভর্তি দর্শকদের সামনে সেরা খেলাটা উপহার দেওয়ার জন্যে মুখিয়ে রয়েছেন৷ তাঁর হাতে ভালো মার আছে৷ সংগ্রামী মনোভাব নিয়ে ব্যাট করবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়৷ বিশ্বকাপ ক্রিকেটে সেই খেলা দেখতে পাওয়া গেছে৷ সেই খেলা খেলতে চান ইডেন উদ্যানে৷ ইডেনের দর্শকদের কথা তাঁর জানা আছে৷ ইডেন বলতেই দর্শকে ঠাসা সারা স্টেডিয়ামে৷ দর্শকদের উৎসাহ সব সময় ক্রিকেটারদের উৎসাহিত করেন এই কথা মেনে নিয়েছেন ট্রেভিস হেড৷

ট্রেভিস হেডের পাশে এই দলে খেল তে দেখা যাবে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সকে৷ হায়দরাবাদ সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স৷ এডেন মার্করামকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হায়দরাবাদ দল থেকে৷ ২০১৬ সালে হায়দরাবাদজ সানরাইজার্স দল একবারই খেতাব জিতেছিল৷ চ্যাম্পিয়ন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার৷ এখানে উল্লেখ করা যেতে পারে হায়দরাবাদ দল ২০১৮ সালে আইপিএল ক্রিকেটে রানার্স আপ হয়েছিল৷