• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

সবাইকে চমক দিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলেন তিলক বর্মা

স্বপ্নের ফর্মে থাকা তিলক দারুণ উন্নতি করেছেন র্যা ঙ্কিংয়েও। ৬৯ ধাপ উঠে টি-২০ ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। এটাই তিলকের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। এর আগে ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিলেন সূর্যকুমার যাদব।

তিলক বর্মা। ফাইল চিত্র

ভারতের তিলক বর্মা সবাইকে চমক দিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৯ ধাপ এগিয়ে এলেন। এই উত্থান অবশ্যই তিলককে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলল। ভারতীয় দলের জার্সি গায়ে তিনি মাত্র ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাতেই তাঁর র‍্যাঙ্কিং এমন জায়গায় পৌঁছল, যা অবাক করা কাণ্ড। আবার টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় ভারতের তরুণ ক্রিকেটার তিলক টপকে গেলেন ভারতের সূর্যকুমার যাদবকেও।

সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিলক। হায়দরাবাদের তরুণ ব্যাটসম্যান সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২০ এবং ৩৩ রান করেন। তৃতীয় ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক শতরান করেন তিনি। সেই ম্যাচে ১০৭ রান আসে তিলকের ব্যাট থেকে। পরের ম্যাচে নিজের রেকর্ডকেই ছাপিয়ে যান তিনি। ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক। জোড়া শতরান করার পরে সিরিজের সেরাও হন তিনি।

Advertisement

স্বপ্নের ফর্মে থাকা তিলক দারুণ উন্নতি করেছেন র্যা ঙ্কিংয়েও। ৬৯ ধাপ উঠে টি-২০ ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। এটাই তিলকের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। এর আগে ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিলেন সূর্যকুমার যাদব। তিনি একধাপ নিচে নেমে গিয়েছেন। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। পঞ্চম স্থানে রয়েছেন পাক ব্যাটসম্যান বাবর আজম। প্রথম দশে রয়েছেন মাত্র দুই জন ভারতীয় ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের দুজন। অষ্টম এবং নবম স্থানে যথাক্রমে রয়েছেন রবি বিষ্ণোই এবং আর্শদীপ সিং। তবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। দুধাপ উন্নতি করেছেন তিনি। প্রথম দশে নেই ভারতের আর কোনও অলরাউন্ডার। তবে চমকে দিয়েছেন মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকার তারকা ভারতের বিরুদ্ধে অর্ধ শতরান করেছিলেন। তার পরেই অলরাউন্ডারদের তালিকায় ৬৫ ধাপ উঠে ১৪তম স্থানে রয়েছেন তিনি।

Advertisement

Advertisement