• facebook
  • twitter
Monday, 11 August, 2025

কানাডা ওপেনের কোয়ার্টারে উঠলেন তিন ভারতীয় শাটলার

পুরুষদের সিঙ্গেলসে চাইনিজ তাইপের হুয়াং ইউ কাইকে ২১-১৯, ২১-১৪ ব্যবধানে পরাজিত করেন তিনি। ম্যাচের শুরু থেকেই নিজের চেনা ছন্দে দেখা যায় তাকে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কানাডা ওপেনের প্রি -কোয়ার্টার ফাইনালে দাপট ভারতীয়দের। পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে শেষ আটের যোগ্যতা অর্জন করলেন তিন ভারতীয় শাটলার। এরা হলেন কিদাম্বি শ্রীকান্ত, শ্রীয়াংশী ভালিশেট্টি ও এস শঙ্কর শুভ্ৰমানিয়ম। প্রি-কোয়ার্টার ফাইনালে পুরুষদের সিঙ্গেলসে বর্তমানে র্যা ঙ্কিংয়ে ৩১ নম্বরে থাকা শ্রীকান্ত এদিন সহজেই হারালেন র্যা ঙ্কিংয়ে ৭১ নম্বরে থাকা ওয়াং পো-ওয়’কে। প্রথম গেমে ১৩-১৮ ব্যবধানে পিছিয়ে পরেও দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। ২১-১৯ ব্যবধানে প্রথম সেট জেতার পর ফের একবার পিছিয়ে থেকেই দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেন তিনি। এদিন মাত্র ৪১ মিনিটে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই জিতে নেন তিনি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন শীর্ষ বাছাই চাইনিজ তাইপের খেলোয়াড় চৌ তিয়েন-চেনের।

কানাডা ওপেনের অন্য ম্যাচে মহিলাদের সিঙ্গেলসে ভারতের অন্যতম ভরসা ১৮ বছর বয়সী তরুণী শাটলার শ্রীয়াংশী ভালিশেট্টি। তবে, বয়সে তরুণী হলেও শুক্রবার কানাডা ওপেনে তাঁর লড়াই ছিল চোখে পড়ার মতো। বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৭৫ নম্বরে থাকা শ্রীয়াংশী সহজেই হারিয়ে দিলেন মালয়েশিয়ার বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৪৫ নম্বরে থাকা লেতশনাআ কারুপাথেভানকে। মাত্র ৩৫ মিনিটের লড়াইয়ে ২১-১৫, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। শ্রীয়াংশীর পরবর্তী রাউন্ডে ডেনমার্কের আমালিয়া শুলজের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। এছাড়াও, এদিন ম্যাচ জিতেছেন উঠতি ভারতীয় শাটলার শঙ্কর শুভ্ৰমানিয়ম।

পুরুষদের সিঙ্গেলসে চাইনিজ তাইপের হুয়াং ইউ কাইকে ২১-১৯, ২১-১৪ ব্যবধানে পরাজিত করেন তিনি। ম্যাচের শুরু থেকেই নিজের চেনা ছন্দে দেখা যায় তাকে। অত্যন্ত নিয়ন্ত্রণের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিন্ত করলেন তিনি। শেষ আটের লড়াইয়ে জাপানের কেন্টা নিশিমোতোর বিরুদ্ধে খেলতে দেখা যাবে বর্তমানে বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৫৭ নম্বরে থাকা এই ভারতীয় শাটলারকে।