• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলতি আইপিএল ক্রিকেটেও গড়পেটার অভিযোগ

গত শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে এই গড়পেটার অভিযোগ ওঠে।। লখনউয়ের ১৮১ রানের জবাবে ১৭৮ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস।

প্রতীকী চিত্র

আইপিএল ক্রিকেটে আগেও গড়াপেটা নিয়ে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই চেন্নাই সুপার কিংস তিনবছর সাসপেন্ড হয়েছিল। আবার এই গড়াপেটার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হয় রাজস্থান রয়্যালস। চলতি মরশুমে আবারও রাজস্থানের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠে এল। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা জয়দীপ বিহানি এমনই অভিযোগ এনেছেন।

গত শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে এই গড়পেটার অভিযোগ ওঠে।। লখনউয়ের ১৮১ রানের জবাবে ১৭৮ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। ফলে, মাত্র ২ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় রাজস্থান। আর এরপরেই তাঁর এই বিতর্কিত মন্তব্য। এবিষয়ে রাজস্থান ক্রিকেট কর্তা তথা বিজেপি বিধায়ক বলেন, ‘শেষ ওভারে সামান্য কিছু রানের টার্গেট থাকা সত্ত্বেও কী করে হারতে পারে একটি দল?‘ এই ঘটনাকে তিনি গড়াপেটা হিসেবেই দেখছেন।

Advertisement

যদিও, তাঁর এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তাঁর এমন অভিযোগ যে রাজস্থানের ভাবমূর্তি নষ্ট করছে, সেকথা তুলে ধরে রয়্যালস কর্তৃপক্ষ জানান, ‘গড়াপেটার যাবতীয় অভিযোগ মিথ্যে। এমন ভিত্তিহীন অভিযোগের জেরে ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি নষ্ট হয়েছে।‘ এবিষয়ে ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজির তরফে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠি জানানো হয়েছে। এপ্রসঙ্গে দলের উচ্চপদস্থ কর্তা দীপ রায় বলেন, ‘অ্যাড হক কমিটির কনভেনরের যাবতীয় অভিযোগ নস্যাৎ করছি। প্রকাশ্যে এমন মন্তব্য ভিত্তিহীন।’

Advertisement

একইসঙ্গে, রাজ্য প্রশাসনের কাছে তাঁরা বিহানির বিরুদ্ধে বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।

Advertisement