ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং নিয়ে গোটা টেনিস জগতে তোলপাড়

করোনা আবহাওয়ার মাঝে খেলা শুরু হলেও,থামছেনা ম্যাচ ফিক্সিং। এবার ম্যাচ ফিক্সিংয়ের ছায়া পড়ল চলতি ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায়

Written by SNS Paris | October 7, 2020 1:09 am

প্রতিকি ছবি (Photo: iStock)

করোনা আবহাওয়ার মাঝে খেলা শুরু হলেও,থামছেনা ম্যাচ ফিক্সিং। এবার ম্যাচ ফিক্সিংয়ের ছায়া পড়ল চলতি ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায়।

এমন কথাই মঙ্গলবার ফরাসি ওপেন টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শোনা যাচ্ছে মেয়েদের ডাবল খেলায় ম্যাচ ফিক্সিং করা হয়েছে।এই নিয়ে মঙ্গলবার গোটা টেনিস জগতে তোলপাড় চলছে। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

৩০শে সেপ্টেম্বর রোমানিয়ান জুটি এবং রাশিয়ান ও ইউএস জুটির খেলার মধ্যে ম্যাচ ফিক্সিং করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই নিয়ে এখন তদন্ত শুরু করা হয়েছে।ইতিমধ্যে তদন্তকারীরা সেই ম্যাচের ভিডিও ফুটেজ ফেডারেশনের কাছে চেয়ে পাঠিয়েছেন।