• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

জাকাতির হুঙ্কার

জাকাতি বলেছেন, 'ক্রিকেট দলগত খেলা। ট্রফি জিততে হলে গোটা দলকে এক হয়ে খেলতে হবে। দু-তিনজন ক্রিকেটার কখনওই ট্রফি জেতাতে পারেন না।

ফাইল চিত্র

আইপিএলে ১৭টি বছর কেটে গেলেও একবারও ট্রফি ঘরে তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারকা ক্রিকেটারদের খেলিয়েও বারবার ব্যর্থই হতে হয়েছে তাদের। তাই এবার আইপিএল শুরুর আগেই আরসিবিকে নিশানা করলেন প্রাক্তন ক্রিকেটার শাদাব জাকাতিকে। তাঁর মতে, আরসিবির ক্রিকেটারদের মধ্যে কোনও একতা এবং বন্ধুত্ব নেই, তাই তারা ট্রফি জিততে পারে না। দলে তারকা পুজোর রীতি রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জাকাতি বলেছেন, ‘ক্রিকেট দলগত খেলা। ট্রফি জিততে হলে গোটা দলকে এক হয়ে খেলতে হবে। দু-তিনজন ক্রিকেটার কখনওই ট্রফি জেতাতে পারেন না। আমি যত দিন আরসিবি-তে খেলেছি ততদিন দেখেছি, ওদের নজর থাকে কেবল দু-তিনজন ক্রিকেটারের দিকেই।’
উল্লেখ্য, আরসিবি ছাড়াও চেন্নাইয়ের হয়েও আইপিএল খেলেছেন জাকাতি। ২০১০ সালে ট্রফিও জিতেছেন। বেঙ্গালুরুর পার্থক্য টেনে এনে জাকাতি বলেন, ‘দলকে ঠিকমতো পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের দল পরিচালন ক্ষমতা খুবই ভাল। ক্রিকেটারদেরও খেয়াল রাখা হয় সবসময়।

Advertisement

Advertisement

Advertisement