বেঙ্গালুরুর সঙ্গে আজকের ম্যাচটা ফাইনাল মনে করছেন লাল-হলুদ কোচ

Written by SNS April 7, 2024 2:10 pm

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলে রবিবার ইস্টবেঙ্গল খেলতে নামছে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে৷ প্লেঅফ ম্যাচে খেলতে গেলে অবশ্যই এই ম্যাচে জিতে থাকতে হবে ইস্টবেঙ্গলকে৷ আবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু দলও প্লেঅফ ম্যাচের লড়াইয়ে রয়েছে৷ তাই রবিবার ম্যাচটা শুধু গুরুত্বপূর্ণ তাই নয়, ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছ এটা ফাইনাল খেলা৷ গত ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ইস্টবেঙ্গল শিবির চনমনে রয়েছে৷ লাল-হলুদ ফুটবলাররাও প্রস্ত্তত রয়েছেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য৷ গত ম্যাচে ইস্টবেঙ্গলের জয় এসেছিল কোচ কুয়াদ্রাত ছাড়াই৷ কার্ডের সমস্যায় তিনি মাঠে থাকতে পারেননি৷ কিন্ত্ত সেই সমস্যা কাটিয়ে রবিবার বেঙ্গালুরু ম্যাচে কুয়াদ্রাতকে আবার মাঠে দেখা যাবে৷ তাঁর মস্তিষ্ক যে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে, তা জানাই আছে সবার৷ তবুও কোচ কুয়াদ্রাত নিজে স্বীকার করেছেন, তাঁর কাজ মোটেই সহজ নয়৷ বেঙ্গালুরু বেশ শক্তিশালী দল৷ তাই প্রতিটি মুহূর্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে লড়াইয়ে৷ সুনীল ছেত্রী অত্যন্ত অভিজ্ঞ এবং সুযোগসন্ধানী খেলোয়াড়৷ সেই কারণে তাঁদের কীভাবে হারানা যায়, তার ছক অবশ্যই তৈরি করবেন কোচ কুয়াদ্রাত৷

শনিবার সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেছেন, আমাদের খুব কম সময়ের মধ্যে আবার মাঠে নামতে হচ্ছে৷ তাই প্রস্ত্ততি সময়ও কম পেয়েছি৷ আমাদের ফুটবলাররা যেভাবে পরিশ্রম করে চলেছেন, তা অবশ্যই প্রশংসার যোগ্য৷ একুশতম ম্যাচে আমরা খেলতে নামছি৷ এখনও প্লে-অফ খেলার সুযোগ রয়েছে৷ অতীতে এইরকম ইস্টবেঙ্গলের সামনে কখনওই এই সুযোগ আসেনি৷ গত তিন মরশুমে ইস্টবেঙ্গল খেললেও এই প্রথমবার প্লে অফ ম্যাচে লড়াইয়ে টিকে রয়েছে দল৷ আগে লড়াই ছিল লিগ টেবলে তলানিতে না শেষ করার৷ এখন ক্লাবের এই পরিস্থিতি দেখে কর্মকর্তারা খুশি৷ হয়তো সেই কারণেই রবিবারের ম্যাচটাকে ফাইনাল ম্যাচ বলে চিহ্নিত করা হচ্ছে৷ এবারে কুয়াদ্রাত বলেন, গত ম্যাচে কেরলকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি৷ কিন্ত্ত কখনওই অতি আত্মবিশ্বাস ভালো নয়৷ তাই খেলোয়াড়দের বলা হয়েছে প্রতিটি সময় প্রতিপক্ষ দলের খেলাকে দেখে আক্রমণ গড়ে তুলতে হবে৷ সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আক্রমণ গড়ে তুলতে হবে৷ একটাই লক্ষ্য থাকবে, ম্যাচ জেতা৷

গত ম্যাচে কোচ কুয়াদ্রাত ডাগআউটে না থাকলেও দলের পরিকল্পনার ক্ষেত্রে তাঁরই রূপরেখা তৈরি করা ছিল৷ এবারে রিজার্ভ বেঞ্চে বসে দলের প্রতিটি মুহূর্ত প্রত্যক্ষ করবেন এবং সময়মতো কী পরিকল্পনায় দলকে খেলতে হবে, তার পরামর্শ দেবেন ফুটবলারদের৷ প্লে-অফ ম্যাচের জায়গায় যখন দল পৌঁছেছে, সেই জায়গাটাই এখন ফোকাস রাখতে হবে৷ পূর্ণ শক্তি নিয়ে দল মাঠে নামবে বেঙ্গালুরুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য৷ দলের অন্যতম ফুটবলার সাউল ও লালচুংনুঙ্গা সহ প্রত্যেকেই পুরোপুরি ফিট রয়েছেন৷